তেলাপিয়া চাষ পদ্ধতি

  • পুকুর নির্বাচনের পূর্বে লক্ষ্য করতে হবে যেন পুকুরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকে।
  • নির্বাচিত পুকুরটি পানি শূন্য করে অন্ততঃ এমন কয় দিন রাখতে হবে পুকুরের তলদেশের মাটি ফেঁটে যায়। প্রয়োজন হলে পুকুর থেকে কাঁদা সরিয়ে ফেলতে হবে। তবে যে ক্ষেত্রে পুকুরের পানি শুন্য করা সম্ভব না হয় সেই রটেনন অথবা টিউসিড কেক ব্যবহার করে সকল রাক্ষুসী মাছ ধ্বংশ করে ফেলতে হবে। এবং প্রতি শতাংশে ১.৫-২.০০ কেজি পাথরী চুনা প্রয়োগ করতে হবে।
  • চুনা দেওয়ার ২-৩ দিন পর পুকুরে পানি দিতে হবে।
  • পানি দেওয়ের ১-২ দিন পর প্রতি শতাংশে ১০০-১৫০ গ্রাম ইউরিয়া, ৭৫-১০০ গ্রাম টি,এস, পি. ১৫-১০ গ্রাম পটাশ দিতে হবে।
  • সার প্রয়োগের ৫-৬ দিন পর পোনা মজুদ করতে হবে। প্রতি শতাংশে ২০০-২৫০ নার্সিং করা পোনা

নার্সারী পোনা ছাড়ার আগে পরিচর্যা পদ্ধতি

তেলাপিয়া পোনার

১। পোনাকে পুকুরের পানিতে অভ্যস্ত করুন।
২। পোনাকে ধীরে ধীরে পুকুরে ছাড়ুন।
৩। পোনাকে দিনে ৩-৪ বার খাদ্য দিন।
৪। পুকুরে নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।

তেলাপিয়া নার্সারী পোনা প্রস্তুত করার নিয়ম

১। পুকুর নির্বাচন: পুকুরটি এমন হতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক পড়ে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে।
২। পুকুর প্রস্তুত: পুকুরের তলা পরিষ্কার করে, অবাঞ্ছিত গাছপালা সরিয়ে ফেলুন এবং পানি শুকিয়ে নিন।
৩। চুন প্রয়োগ: প্রতি শতাংশে ১-২ কেজি চুন প্রয়োগ করুন।
৪। সার প্রয়োগ: প্রতি শতাংশে ১০০-১৫০ গ্রাম ইউরিয়া ও ৫০-৭৫ গ্রাম টিএসপি প্রয়োগ করুন।
৫। পানি প্রবেশ: চুন ও সার প্রয়োগের ২-৩ দিন পর পুকুরে ৩-৪ ফুট পানি প্রবেশ করান।
৬। পোনা মজুদ: পানি প্রবেশ করানোর ৪-৫ দিন পর পোনা মজুদ করুন।
৭। পোনা ছাড়ার আগে পরিচর্যা: পোনা ছাড়ার আগে পোনাকে ১-২ ঘন্টা পুকুরের পানিতে অভ্যস্ত করুন।
৮। পোনা ছাড়ার পদ্ধতি: পোনাকে ধীরে ধীরে পুকুরে ছাড়ুন।
৯। খাদ্য ব্যবস্থাপনা: পোনাকে দিনে ৩-৪ বার খাদ্য দিন।
১০। রোগ ব্যবস্থাপনা: পুকুরে নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।

মনোসেক্স তেলাপিয়া চাষের সুবিধা সমূহ

১। মনোসেক্স তেলাপিয়া দ্রুত বর্ধনশীল।

২। অল্প সময়ে অধিক উৎপাদন করা যায়।

৩। চাষে রোগ বা মড়ক দেখা যায় না বললেই চলে।

৪। মনোসেক্স তেলাপিয়া চাষে অন্যান্য মাছের তুলনায় অধিক লাভ হয়।

৫। চাষে খরচ কম, লাভ বেশি।

৬। মনোসেক্স তেলাপিয়া চাষে অল্প পুঁজি লাগে।

৭। মনোসেক্স তেলাপিয়া চাষে অল্প শ্রম লাগে।

৮। মনোসেক্স তেলাপিয়া চাষে অল্প সময়ে অধিক উৎপাদন করা যায়।

৯। মনোসেক্স তেলাপিয়া চাষে অল্প পুঁজি লাগে।

১০। মনোসেক্স তেলাপিয়া চাষে অল্প শ্রম লাগে।


AST – একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর লক্ষ্য ও উদ্দেশ্য

  • দেশে বেকারত্ব দুত করার লক্ষ্যে বেকার যুব সমাজকে উদ্বদ্ধ করে পরিত্যক্ত জলাভুমি কাজে লাগানো ।
  • অধিক উৎপাদনের মাধ্যমে দেশের আমিষের অভাব পূরন করা।
  • রপ্তানী যোগ্য তেলাপিয়া উৎপাদন করে দেশের রপ্তানিকে সমৃদ্ধ করা।
  • উচ্চ ফলন নিশ্চিত করার জন্য উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা চাষীদের নিকট দেওয়া একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর মুল লক্ষ্য।
  • বাণিজ্যিক ভাবে মৎস উৎপাদনে নিয়োজিত খামারীদের অধীক উৎপাদনে সহায়তা করা।