তেলাপিয়া চাষ পদ্ধতি

  • পুকুর নির্বাচনের পূর্বে লক্ষ্য করতে হবে যেন পুকুরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকে।
  • নির্বাচিত পুকুরটি পানি শূন্য করে অন্ততঃ এমন কয় দিন রাখতে হবে পুকুরের তলদেশের মাটি ফেঁটে যায়। প্রয়োজন হলে পুকুর থেকে কাঁদা সরিয়ে ফেলতে হবে। তবে যে ক্ষেত্রে পুকুরের পানি শুন্য করা সম্ভব না হয় সেই রটেনন অথবা টিউসিড কেক ব্যবহার করে সকল রাক্ষুসী মাছ ধ্বংশ করে ফেলতে হবে। এবং প্রতি শতাংশে ১.৫-২.০০ কেজি পাথরী চুনা প্রয়োগ করতে হবে।
  • চুনা দেওয়ার ২-৩ দিন পর পুকুরে পানি দিতে হবে।
  • পানি দেওয়ের ১-২ দিন পর প্রতি শতাংশে ১০০-১৫০ গ্রাম ইউরিয়া, ৭৫-১০০ গ্রাম টি,এস, পি. ১৫-১০ গ্রাম পটাশ দিতে হবে।
  • সার প্রয়োগের ৫-৬ দিন পর পোনা মজুদ করতে হবে। প্রতি শতাংশে ২০০-২৫০ নার্সিং করা পোনা